রায়গঞ্জ

রাতের শহরে আচমকা ভূত-পেত্নীর টহল, রায়গঞ্জে পালিত হ্যালোইন ডে

রায়গঞ্জের রাজপথে ভূতের টহল। ভয়ে কাবু জনতা। ভুল ভাঙল ক্ষণিকেই। আজ যে হ্যালোইন ডে !

Bengal Live রায়গঞ্জঃ মাঝরাতে রায়গঞ্জের রাজপথে পাঁচ ভূতের টহলদারি। মধ্যরাতে আচমকা ভূতপেত্নীর টহলদারি দেখে প্রথমে চমকে গেলেও ক্ষণিকের মধ্যেই ভুল ভাঙে ঘর ফিরতি জনতার।

প্রতি বছরই ৩১ অক্টোবর দিনটিকে পালন করা হয় হ্যালোইন ডে হিসেবে। আর সেই ভূতের উৎসব পালনে পিছিয়ে থাকল না রায়গঞ্জ শহরও। তাই হ্যালোইন ডে-র রাতে ভূত সেজে শহরের পথে বেরিয়ে পড়ল চার পুরুষ ও দুই মহিলা ভূতের দল।

ভূতেদের মধ্যে অন্যতম মহুয়া ঘোষ বলেন, প্রতিবারের মতন এইবারও হ্যালোইন ডে পালন করতেই ভূতের সাজে মাঝরাতে শহরের রাস্তায় বেরিয়েছি। মানুষকে ভয় দেখাতে নয়, চকোলেট নিয়ে মানুষকে কিছুটা আনন্দ দেওয়ার উদ্দেশ্য নিয়ে। তাঁর দাবী, সারা জীবন তো আমরা কষ্ট করেই কাটাই। একদিন না হয় সাধারণকে একটু আনন্দই দিলাম।

Related News

Back to top button