ছয় মিলিমিটার সাইজের দুর্গা প্রতিমা বানিয়ে চমক রায়গঞ্জের বাসিন্দার

ছয় মিলিমিটার সাইজের দুর্গা প্রতিমা বানিয়ে চমক রায়গঞ্জের বাসিন্দার
Bengal Live রায়গঞ্জঃ ছয় মিলিমিটার সাইজের দুর্গা প্রতিমা বানিয়ে চমক দিল রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা মানস রায়। মাটি, খর ইত্যাদি দিয়ে গত একবছরের প্রচেষ্টায় মানস বাবু তৈরি করে ফেলেছেন ক্ষুদ্র দুর্গা প্রতিমা। শুধুই যে দুর্গা তা নয়, ওর থেকেই কম সাইজের সরস্বতী, লক্ষ্মী, গনেশ ও কার্তিকের প্রতিমা বানিয়েছেন তিনি। মানস বাবু জানান, ওই মূর্তি গুলির সাইজ পাঁচ মিলিমিটার।
হঠাৎ এমন শখ কেন? এই প্রশ্ন মানস বাবুকে করতেই তিনি বলেন, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র দ্রব্য দিয়ে নানান মূর্তি বানানোই তাঁর শখ। এর আগে চাল দিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, অটল বিহারী বাজপেয়ী সহ নানান মহান ও জনপ্রিয় ব্যক্তিদের মূর্তি তিনি তৈরি করেছেন।

রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা মানস রায় পেশায় চশমা বিক্রেতা। করণদিঘিতে রয়েছে তাঁর চশমার দোকান। সেই কাজের সাথেই রোজ প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নিজের শখের পেছনে অতিবাহিত করেন তিনি। এই কাজে মানস বাবুকে যথেষ্ট উৎসাহ জোগান দেন তাঁর পরিজনেরাও। গিনিশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করার চেষ্টা শুরু করেছেন মানস রায়।