রায়গঞ্জ

রাজ্যের সঙ্গে রায়গঞ্জেও শুরু হল রোটা ভাইরাস টিকাকরণ কর্মসূচি

রাজ্যের সঙ্গে রায়গঞ্জেও শুরু হল রোটা ভাইরাস টিকাকরণ কর্মসূচি

Bengal Live রায়গঞ্জঃ রাজ্যের সবকটি স্বাস্থ্য ও উপস্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি রায়গঞ্জেও বিনামূল্যে রোটা ভাইরাস টিকাকরণ কর্মসূচি শুরু হলো বুধবার থেকে। এদিন রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,পুলিশ সুপার সুমিত কুমার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধার উপস্থিতিতে এই কর্মসূচি শুরু হয় রায়গঞ্জে।

জানা গেছে, রোটা ভাইরাস টিকাকরণ সরকারি ভাবে প্রদান করার কোনও ব্যবস্থা এতোদিন ছিল না। বাইরে থেকেই ক্রয় করে ৬ থেকে ১৪ সপ্তাহ বয়সী শিশুদের এই টিকা দেওয়া হত। বাজারে এই ভ্যাকসিনের দাম প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা।

স্বাস্থ্য দপ্তরের দাবী,এদিন থেকেই সরকারি ভাবে বিনামূল্যে এই টিকা শিশুদের দেওয়া হবে। বাজার থেকে কেনার কোনও প্রয়োজন পড়বে না। শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্য নিয়েই বিনামূল্যে এই টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।

Related News

Back to top button