ইসলামপুররায়গঞ্জ

প্রকাশ্য দিবালোকে যুবতীকে লক্ষ্য করে গুলি ইসলামপুরে

প্রকাশ্য দিবালোকে এক যুবতীকে লক্ষ্য করে গুলি চলল ইসলামপুরে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ইসলামপুর রামমোহন চিলড্রেনস অ্যাকাডেমি লাগোয়া এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ।

Bengal Live ইসলামপুরঃ প্রকাশ্য দিবালোকে এক যুবতীকে লক্ষ্য করে গুলি চলল ইসলামপুরে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ইসলামপুর রামমোহন চিলড্রেনস অ্যাকাডেমি লাগোয়া এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ।

স্থানীয়,সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর স্টেট ফার্ম কলোনির বাসিন্দা নিকিতা সরকার নামে এক যুবতী স্কুটি নিয়ে ইসলামপুর মহকুমা আদালতে যাচ্ছিল। অভিযোগ পথে হাসপাতাল পাড়া এলাকায় রামমোহন চিলড্রেনস অ্যাকাডেমির সামনে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

জানা গিয়েছে মোটরবাইকে চেপে তিন দুষ্কৃতী এসেছিল। তাঁরা যুবতী নিকিতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালেও কারও গুলি লাগেনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার সাথে কে কা কারা যুক্ত তা এখনও জানা যায় নি। ওই যুবতীর উপর হামলার পেছনে কী কারণ রয়েছে সেই নিয়েই রয়েছে ধোঁয়াশা। ইসলামপির থানার পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।

Related News

Back to top button