পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করার দাবীতে বনধ বিন্দোলে
পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করার দাবীতে ২৪ ঘন্টা বনধ বিন্দোলে
Bengal Live রায়গঞ্জঃ আর্থিক তছরুপে অভিযুক্ত বিন্দোল গ্রাম পঞ্চায়েত প্রধান লায়লা খাতুনকে গ্রেপ্তার করার দাবীতে দিনভর বনধ বিন্দোলে। নাগরিক মঞ্চের ডাকা এদিনের বনধে বন্ধ রয়েছে এলাকার সকল দোকান, বাজার, স্কুল, যানবাহন। বিন্দোল গ্রামপঞ্চায়েত অফিসের সামনে প্রধান লায়লা খাতুনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ অবস্থানে বসেছেন বিন্দোল নাগরিক কমিটির সদস্যরা। বিন্দোলের রাস্তায় টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।তাদের দাবি অবিলম্বে প্রধানকে গ্রেপ্তার না করা হলে এই বন্ধ লাগাতার চলবে।
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ওঠায় গত ২৭ জুলাই উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল লায়লা খাতুনকে দল থেকে আপসারিত করার কথা ঘোষণা করেন। তিনি বলেন, তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে দল থেকে অপসারিত করা হয়েছে প্রধান লায়লা খাতুনকে। তবে প্রধানের পদ থেকে অপসারিত করার ক্ষমতা দলের নেই। ফলে পঞ্চায়েতে নির্বাচিত সদস্যরাই লায়লা খাতুনকে প্রধান পদ থেকে অপসারিত করতে পারে।
আন্দোলনকারী নাগরিক মঞ্চের সদস্যদের দাবী, দল থেকে অপসারণ করা হলেও পঞ্চায়েত প্রধান পদে বহাল রয়েছে লায়লা খাতুন। অভিযুক্তের বিরুদ্ধে এখনও পর্যন্ত প্রশাসন অভিযোগ দায়ের করেনি। তাই আর্থিক তছরুপে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করার দাবীতে এই আন্দোলন।