রায়গঞ্জ

মধুমেহতে আক্রান্ত মেধাবী সায়নের পাশে দাঁড়াল রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন

মধুমেহতে আক্রান্ত রায়গঞ্জের মেধাবী ছাত্র সায়ন থোকদারের পাশে দাঁড়ালো তাঁরই স্কুল রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন।

Bengal Live রায়গঞ্জঃ কঠিন ব্যাধিতে আক্রান্ত রায়গঞ্জের মেধাবী ছাত্র সায়ন থোকদারের পাশে দাঁড়ালো তাঁরই স্কুল রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন। ওষুধ রাখার জন্য একটি ফ্রিজ স্কুলের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে সায়নের হাতে। স্কুলের এই সহযোগিতা পেয়ে সায়ন জানিয়েছে, “হাই সুগারের কারণে প্রতিদিন তিনবার আমাকে ইনসুলিন নিতে হয়। কিন্তু পরিবারের আর্থিক স্বচ্ছলতা না থাকায় ঠান্ডা পরিবেশে ইনসুলিন রাখা সম্ভব হচ্ছিল না। গাছের টবের মাঝে জল দিয়েই এতদিন ওষুধ রাখতে হতো। স্কুলের শিক্ষকরা পাশে দাঁড়ানোর কারণে সেই সমস্যা অনেকটাই মিটে গেল।”

সায়নের দাবী, ওষুধের খরচও স্কুলের শিক্ষকরা বহন করবেন বলে তাঁকে কথা দেওয়া হয়েছে।

খুব অল্প বয়স থেকেই মধুমেহ রোগে আক্রান্ত রায়গঞ্জের কলেজপাড়ার বাসিন্দা সায়ন থোকদার। সায়নের পরিবার সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণীতে পাঠরত থাকার সময়ই প্রথমবার এই রোগ ধরা পড়ে। এরপর থেকেই রোজ নিয়ম করে চারবার ইনসুলিন নিতে হচ্ছে তাঁকে।

সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে সায়নের। জানা গেছে, মোট ৪৭৭ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। বিজ্ঞান বিভাগের এই ছাত্র অঙ্কে ১০০, ফিজিক্সে পেয়েছে ৯৬, কেমিস্ট্রিতে তাঁর প্রাপ্ত নম্বর ৮৫। এছাড়াও বাংলা ও ইংরেজিতে তাঁর প্রাপ্ত নম্বর ৯৫।

সায়নের বাবা, প্রদীপ থোকদার বলেন, ” আমি নিরাপত্তারক্ষীর কাজ করি। যা আয় হয় তার বেশির ভাগটাই সায়নের চিকিৎসার জন্য খরচ হয়। এই অবস্থায় দাঁড়িয়ে ছেলের চিকিৎসা ও উচ্চ শিক্ষার খরচ জুগিয়ে সংসার চালানো দুঃসহ হয়ে উঠেছে। সরকারি সাহায্য পেলে এই চরম সমস্যার সমাধান সম্ভব।” সাহায্যের আর্জি জানিয়ে রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।

সায়নের মা সীমা থোকদার জানান, তাঁর ছেলে মেধাবী। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগ থেকে কোনও দিনই মুক্তি মিলবে না সায়নের। প্রতিমাসে কমপক্ষে ২৮০০-৩০০০ টাকা খরচ হয় ইনসুলিন সহ অন্যান্য ওষুধ ক্রয় করতে। ফলে ছেলের উচ্চ শিক্ষার জন্য তেমন ভাবে কোনও সাহায্যই ছেলেকে তাঁরা করতে পারছেন না। ছেলের ভবিষৎ নিয়ে চিন্তায় রয়েছেন তিনিও। সরকারি সাহায্যের জন্য রায়গঞ্জের বিধায়ক, সাংসদ,মন্ত্রী সহ রাজ্য সরকারের কাছে আর্জি জানাবেন বলে জানিয়েছেন সীমা দেবী।

এদিকে সায়নের দাবী, সে অঙ্ক নিয়েই উচ্চ শিক্ষা চালিয়ে যেতে চায়। ভবিষতে তাঁর অধ্যাপক হওয়ার ইচ্ছে রয়েছে। কিন্তু বাধ সাধছে মধুমেহ। কেমেষ্ট্রি পরীক্ষার দিনও হাই সুগার থাকার কারণে হাসপাতালে চিকিৎসাধীন হতে হয় তাঁকে। ফলে নম্বর অন্যান্য বিষয়ের তুলনায় কিছুটা কম এসেছে। সরকারের কাছে আর্থিক সাহায্যের দাবী জানিয়েছে সায়ন নিজেও। তার বক্তব্য, ” সরকারি সাহায্য পেলেই চিকিৎসার খরচ জুগিয়ে উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হবে। “

Related News

Back to top button