রায়গঞ্জ

হাজির পড়ুয়ারা, দেখা নেই শিক্ষকদের, তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের

হাজির পড়ুয়ারা, দেখা নেই শিক্ষকদের, তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের

Bengal Live কালিয়াগঞ্জঃ পড়ুয়ারা হাজির হলেও দেখা নেই শিক্ষকদের। প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের সিংতোর প্রাথমিক স্কুলে।

বিক্ষোভকারীদের দাবী, ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেলেও কোনও শিক্ষকের দেখা মেলে না। শিক্ষক শিক্ষিকাদের অনিয়মিত হাজিরার এই চিত্র রোজকার। তাই এদিন প্রতিবাদে স্কুল গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল গেটে তালা ঝুলিয়ে দেওয়ার পর এদিন এগারোটা চল্লিশ মিনিট নাগাদ এক শিক্ষিকা উপস্থিত হন স্কুলে। ওই শিক্ষিকার দাবী, বৃষ্টি ও বেহাল রাস্তার কারণে স্কুলে ঢুকতে দেরি হয়েছে তাঁর। এদিকে এদিন অন্যান্য শিক্ষকদের দেখা মেলেনি বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে।

জানা গেছে, সিংতোর প্রাথমিক বিদ্যালয়ে মোট পড়ুয়ার সংখ্যা ১১৫ জন। শিক্ষক রয়েছেন ৫ জন। তবে রোজ শিক্ষকদের অনিয়মিত হাজিরার জেরে ব্যাহত হয় পঠন-পাঠন। স্কুলে সুষ্ঠ পঠন-পাঠনের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

Related News

Back to top button