রায়গঞ্জ

উত্তর দিনাজপুরের নয় আসনে কোন প্রার্থী কত ভোট পেলেন ? দেখুন একনজরে

দুই কেন্দ্রে জয়ী বিজেপি। সাত কেন্দ্রে জয়ী তৃণমূল। এক নজরে দেখে নেওয়া যাক জেলার কোন প্রার্থী সম্ভাব্য কত ভোট পেয়েছেন। জেলার সবকটি আসনে তৃতীয় স্থানে বাম কংগ্রেসের প্রার্থীরা।

 

Bengal Live ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলা থেকে কার্যত সাফ বাম কংগ্রেস। একটিও আসনে জয় লাভ করতে পারলো না সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীরা। জেলার নয় আসনের মধ্যে সাতটিতেই জয় লাভ করল তৃণমূল কংগ্রেস। দুই আসনে জয় লাভ করল বিজেপি।

 

এক নজরে কোন আসনে কে পেলেন কত ভোট

 

  • নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে,  উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমান পেয়েছেন  ১ লক্ষ ২৪ হাজার ৯২৩ টি ভোট। ওই কেন্দ্রে দ্বিতীয় আসনে রয়েছেন বিজেপি প্রার্থী শাহিন আখতার। তাঁর প্রাপ্ত ভোট ৬০০১৮। এই কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত বাম আনোয়ারুল হক প্রার্থী পেয়েছেন ১২২৭৯ ভোট।  

 

  • ইসলামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ১০০১৩১। বিজেপি প্রার্থী সৌম্যরূপ মন্ডলের প্রাপ্ত ভোট ৬২৬৯১। এই কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৩৪৬১ ভোট। 

 

  • গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রব্বানীর প্রাপ্ত ভোট ১০৫৬৪৯। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী গোলাম সারওয়ার পেয়েছেন  ৩২১৩৫। সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ১৯৩৯১ ভোট। 

 

  • চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ৮৬৩১১। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শচীন প্রসাদ ভোট পেয়েছেন ৫২৪৭৪। এই কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী আলি ইমরান রমজ পেয়েছেন ২৮৭০৪ ভোট। 

 

  • করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ১১৬৫৯৪। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সিংহ পেয়েছেন  ৭৯৯৬৮ ভোট। এই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীর হাফিজুল ইকবাল পেয়েছেন ৯১৪৬ ভোট। 

 

  • হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ১১৬৪২৫। বিজেপি প্রার্থী চাঁদিমা রায় পেয়েছেন ৮৯২১০ ভোট। বাম প্রার্থী ভূপেন বর্মন পেয়েছেন ৯৪৫৩ ভোট। 

 

  • কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ  ভোট পেয়েছেন  ৯৪৯৪৮। বিজেপি প্রার্থী সৌমেন রায় পেয়েছেন ১১৬৭৬৮ ভোট। কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার পেয়েছেন ১৬৭৭০ ভোট। 

 

  • রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল পেয়েছেন ৫৯০২৭। বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানী ভোট  পেয়েছেন ৭৯৭৭৫ ভোট। কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত পেয়েছেন ১৭১৯৮ ভোট। 

 

  • ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোসারফ হোসেন ভোট পেয়েছেন  ১১৪৬৪৫। বিজেপি প্রার্থী অমির কুন্ডু ভোট পেয়েছেন  ৭০৬৭০। সিপিআই প্রার্থী শ্রীকুমার মুখার্জী ভোট পেয়েছেন ৪৯০৮ ভোট। 

Related News

Back to top button