শুভেন্দু অধিকারীর বক্তব্যের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে জবাব দিলেন রায়গঞ্জের বিধায়ক তথা বিধানসভায় পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী।
Bengal Live রায়গঞ্জঃ আয়কর হানা নিয়ে চরমে উঠল কৃষ্ণ-শুভেন্দু তরজা। পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতি ইস্যুতে দুই বিধায়কের বাকযুদ্ধে সরগরম হয়ে উঠছে রাজনীতি। সম্প্রতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দেয় আয়কর দপ্তর। তা নিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা কেউ মুখ না খুললেও বুধবার এক জনসভায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কৃষ্ণর নাম না করে বলেন, “একজন এমএলএ-র বাড়িতে তিনদিন ধরে রেড হয়েছে। কিন্তু ফলাফলটা এখনও পাননি। শুনে রাখুন আমার কাছ থেকে। ওই মমতা ভক্তর বাড়ি থেকে তিন কোটি টাকা ক্যাশ আর ৬ কোটি টাকার গয়না উদ্ধার করা হয়েছে।
শুভেন্দুর ওই বক্তব্যের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে জবাব দিলেন রায়গঞ্জের বিধায়ক তথা বিধানসভায় পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। তাঁর পাল্টা বক্তব্য, “সব ভিত্তিহীন কথা। লোডশেডিং অধিকারীর ক্ষমতা থাকলে আমার নাম উচ্চারণ করে বলুন এবং আয়কর দপ্তরের সিজার লিস্ট পাবলিক ডমেইনে ছাড়ুন।”
দেখুন ভিডিওঃ