নিহত সমাজকর্মী ও তৃণমূল নেতা সুব্রত ঘোষের মূর্তি স্থাপন সুভাষগঞ্জে

নিহত সমাজকর্মী ও তৃণমূল নেতা সুব্রত ঘোষের মূর্তি স্থাপন সুভাষগঞ্জে
Bengal Live রায়গঞ্জঃ দুষ্কৃতীদের হাতে নিহত সমাজকর্মী তথা তৃণমূল নেতা সুব্রত ঘোষের স্বরণে আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হল রায়গঞ্জের সুভাষগঞ্জে। মঙ্গলবার সুব্রত ঘোষের প্রথম মৃত্যু বার্ষিকীতে সুভাষগঞ্জের ভিএনসি মোড় লাগোয়া এলাকায় স্থানীয় বাসিন্দারা ওই আবক্ষ মূর্তিটি প্রতিষ্ঠা করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। মূর্তি প্রতিষ্ঠা করার পাশাপাশি এদিন সুব্রত ঘোষের স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজনও করা হয়।
উল্লেখ্য, গত ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন রায়গঞ্জ ব্লকের ১০ নম্বর মাড়াইকুরা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুব্রত ঘোষ। দুষ্কৃতীরা তাকে বাঁশ লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা সুব্রতবাবুকে উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ কয়েকদিন চিকিৎসা চলার পরেও কোনও উন্নতি না হওয়ায় তাঁকে আবার নিয়ে চলে আসা হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।