ইসলামপুররায়গঞ্জ

আশ্চর্য শিশুর মেধায় তোলপাড় উত্তর দিনাজপুর, — দেখুন ভিডিও

আশ্চর্য শিশুর মেধায় তোলপাড় উত্তর দিনাজপুর। কথা অস্পষ্ট হলেও খুদে যে ধারালো মগজের অধিকারী তা বলাই বাহুল্য। এত অল্প বয়সেই ভারতের সব কটি রাজ্যের রাজধানী ছাড়াও দেশ বিদেশের একাধিক দেশের রাজধানী, জাতীয় ফুল, ফলের নাম গড়গড় করে বলে দিতে পারে এই শিশু। হতবাক করা শিশুকে দেখতে এখন ভিড় জমিয়েছেন স্থানীয়রা।

Bengal Live রায়গঞ্জঃ সময়ের থেকে এগিয়ে ২১ মাসের ময়ুখ। আশ্চর্য শিশুর মেধায় তোলপাড় উত্তর দিনাজপুর। কথা অস্পষ্ট হলেও খুদে যে ধারালো মগজের অধিকারী তা বলাই বাহুল্য। এত অল্প বয়সেই ভারতের সব কটি রাজ্যের রাজধানী ছাড়াও দেশ বিদেশের একাধিক দেশের রাজধানী, জাতীয় ফুল, ফলের নাম গড়গড় করে বলে দিতে পারে এই শিশু। হতবাক করা শিশুকে দেখতে এখন ভিড় জমিয়েছেন স্থানীয়রা।

উত্তর দিনাজপুর ও দার্জিলিঙ জেলার সীমান্ত এলাকা চোপড়া ব্লকের দাসপাড়ার বাসিন্দা রাজু বর্মন। পেশায় সাইনবোর্ড লেখক রাজু বর্মনের শিশুপুত্রই এখন নতুন সেনসেশন। ভাইরাল হতে যাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাজু বর্মনের স্ত্রী মীনা দেবী তাঁর ছেলের উদ্দেশ্যে একের পর এক জেনারেল নলেজের প্রশ্নবাণ ছুড়ছেন। প্রত্যুত্তরে সব প্রশ্নের সঠিক উত্তরও দিয়ে চলেছে ওই শিশু। যা দেখে রীতিমতো হতবাক আট থেকে আশি।

ময়ুখের বাবা রাজু বর্মন বলেন, “ছেলের স্মরণশক্তি দেখে আমরাও অবাক হয়ে যাচ্ছি। জানি না, ভবিষ্যতে কী হবে। তবে আমি চাই, আমার ছেলে নিজের প্রতিভায় বড় হয়ে উঠুক। মানুষের মতো মানুষ হোক। আমরা ওকে কোনও চাপ দিয়ে কিছু করাতে চাই না।”

মীনা দেবীর দাবী, ছোট থেকেই জেনারেল নলেজ সম্পর্কিত একাধিক প্রশ্ন ও তার উত্তর ছেলের সামনে বলতে থাকতাম। দেখা গেল, ধীরেধীরে সব প্রশ্নের উত্তরই মুখস্থ করে ফেলছে সে। নিজের বাড়ির ঠিকানা, থানা, জেলা, রাজ্য, রাজধানী সব প্রশ্নের উত্তর জানে ময়ুখ।

মীনা দেবী বলেন, “শুধু নিজের জেলা সম্পর্কিত প্রশ্ন নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজধানীর পাশাপাশি একাধিক দেশের রাজধানীর নামও মুখস্থ করে ফেলেছে আমার ২১ মাসের ছেলে।”

পেশায় অঙ্গনওয়ারী সহায়িকা মীনা দেবীর ইচ্ছে, ছেলে মানুষের মতো মানুষ হোক।

দেখুন ভিডিও

Related News

Back to top button