কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলির বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট।
Bengal Live ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলির বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে দেশব্যাপী ধর্মঘটের প্রভাব পড়ল দুই দিনাজপুরে। ১৫ ও ১৬ মার্চ দু’দিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। দুর্ভোগের কবলে গ্রাহকেরা।
কেন্দ্রীয় বাজেটে অর্থ মন্ত্রী নির্মলা সিতারামন ঘোষণা করেছেন ব্যাঙ্ক বেসরকারিকরনের কথা। এমনিতেই ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র। গত চার বছরে প্রায় ১৪টি পাবলিক সেক্টরে ব্যাঙ্কের সংযুক্তিকরণ ঘটেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে কমে এখন ১২। যদিও ব্যাঙ্কগুলির অনাদায়ী ঋণের বোঝা কমাতে ও অর্থনীতিকে চাঙ্গা করার কথা বলে এই সিদ্ধান্তের পথে হেঁটেছে কেন্দ্র।
কুড়িটি গাছেই কোটিপতি, পৃথিবীর সবচেয়ে মূল্যবান গাছটি জন্মায় ভারতের মাটিতেই
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সি এইচ ভেঙ্কটাচলম জানিয়েছেন, এ পর্যন্ত বেশ কয়েকটি বৈঠকেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। এবার তাই বনধ ও প্রতিবাদের পথে হাঁটছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি।
সোমবার ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিনে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বিভিন্ন ব্যাঙ্কের সামনে ধর্মঘটের সমর্থনে পিকেটিং ও পথসভা করে ব্যাঙ্ক কর্মচারী সংগঠন ইউনাইটেড ফোরাম ও ব্যাঙ্কস ইউনিয়ন। ব্যাঙ্কস ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলার আহ্বায়ক দেবব্রত দাস জানিয়েছেন, আমাদের এই আন্দোলন করার জন্য আমাদের দু’দিনের বেতন কাটা যাবে এটা জেনেও আমরা দেশের সাধারন মানুষের স্বার্থে এই আন্দোলনে নেমেছি। এই আন্দোলনের ফলে যদি কেন্দ্রীয় সরকার তাদের সিদ্ধান্ত না পরিবর্তন করে তবে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবে, প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক ধর্মঘট ডাকবে ব্যাঙ্ক কর্মচারী সংগঠন।
ডিমের খোসার অবাক করা পাঁচ উপকারিতা
এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ব্যাংকে আসা এক গ্রাহক জানান, “ আমি জানতাম না আজ ব্যাংক বন্ধ। আমি অনেকদূর থেকে বালুরঘাট স্টেট ব্যাংকে এসেছি একটি জরুরি কাজে। এসে দেখি ব্যাংক বন্ধ রয়েছে। ব্যাংক বন্ধ থাকায় চরম অসুবিধায় পড়েছি আমরা।”
তবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বন্ধ থাকলেও চালু রয়েছে এটিমএম পরিষেবা। খোলা থাকবে পাব্লিক সেক্টর ব্যাঙ্কগুলিও।