রাজ্য

তক্ষক পাচারের ছক ভেস্তে দিলো বনদপ্তর, গ্রেপ্তার চার পাচারকারী

চারটি তক্ষক সহ চারজনকে গ্রেপ্তার করলো বনদপ্তরের কর্মীরা।পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল তক্ষকগুলিকে।

Bengal Live আলিপুরদুয়ারঃ চকচকা চেকপোস্টে চারটি তক্ষক সহ চারজনকে গ্রেপ্তার করলো বনদপ্তরের কর্মীরা । সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তর এর পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। বনদপ্তরের চকচকা চেকপোস্টের রেঞ্জার মলয় কুমার ঘোষ জানান, এদিন এসএসবি এবং বনদপ্তর চার টি তক্ষক সহ চার জনকে গ্রেপ্তার করা হয়।

জানা গিয়েছে, অসমের দিক থেকে একটি ছোট গাড়িতে ব্যাগে করে তক্ষকগুলি পাচারের চেষ্টা চালাচ্ছিল পাচারকারীরা। যদিও পাচারের আগেই তাদের ছক পুরোপুরি ভেস্তে যায়। এদিন এই অভিযানে এসএসবি এবং বনদপ্তর এর চকচকা চেকপোস্টের কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন বনদপ্তরের ভলকা বারোবিশা রেঞ্জ ও কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ এর আধিকারিক এবং বনকর্মীরা।

Back to top button