বিধ্বংসী আগুনে জ্বলছে অসম-বাংলা সীমান্তের প্লাইউড কারখানা। অগ্নিকান্ডে হইচই এলাকায়। আগুন নিয়ন্ত্রণে ৫ দমকল ইঞ্জিন।
Bengal Live কোচবিহারঃ অসম-বাংলা সীমানায় বক্সীরহাটের জোড়াই মোড়ে বেসরকারি প্লাইউড কারখানার চিমনি থেকে বিধ্বংসী আগুন ছড়ায়। বিষয়টি কারখানায় কাজ করতে আসা শ্রমিকদের নজরে আসলে খবর দেওয়া হয় বক্সীরহাট ও তুফানগঞ্জ দমকল কেন্দ্রে৷ খবর পেয়েই দমকল কর্মীরা ও বক্সীরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সর্দি কাশি থেকে ত্বকের সমস্যা, রেহাই পেতে জেনে নিন আদার উপকারিতা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় প্লাইবোর্ড প্রক্রিয়াকরনের অবশিষ্টাংশ হিসেবে প্রচুর পরিমাণে ধানের তুষ জাতীয় জ্বালানি পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। অসম রাজ্য থেকে দুটি দমকল ইঞ্জিন ও তুফানগঞ্জ পুলিশের যৌথ সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হাজারেরও বেশি শ্রমিক কাজ করে ওই কারখানায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
মুজিবরের শততম জন্মদিবসে বাংলাদেশে সুরের মূর্চ্ছনা তুলবেন ভারতের দেবজ্যোতি মিশ্র