বেঙ্গল লাইভ Special

মুজিবরের শততম জন্মদিবসে বাংলাদেশে সুরের মূর্চ্ছনা তুলবেন ভারতের দেবজ্যোতি মিশ্র

আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষ্যে মানুষজনকে সুরের মায়াজালে আবদ্ধ করতে প্রতিবেশী বাংলাদেশে যাচ্ছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দেবজ্যোতি মিশ্র। তাঁর সুরের আবেগ মানুষকে ভাসিয়ে নিয়ে যাবে আলোকবর্ষে।

 

Bengal Live Desk: ১৭ মার্চ সুরের ছন্দে সেজে উঠবে শহর ঢাকা। জানা গিয়েছে, কলকাতা থেকে স্ট্রিং সেকশনের ভায়োলিন, চেলো, ভিওলা,কন্ট্রাভাস সহ অন্যান্য তার সম্পর্কিত বাদ্যযন্ত্রের শিল্পীরা যাচ্ছেন অনুষ্ঠানে। বাজাবেন মুজিবর রহমানের পছন্দের সুর। প্রায় ১৫ মিনিট ধরে তা চলবে। এরই মাঝে শোনা যাবে মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ভাসনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। দুই বাংলা মিলিয়ে শতাধিক শিল্পী পারফর্ম করবেন ওই অনুষ্ঠানে।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা সমস্ত মানুষ বিশেষত বাংলা ভাষী মানুষেরা যাতে এই অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পারেন তার জন্য সমগ্র অনুষ্ঠানটি রেকর্ড করে তা সারা বিশ্ব ছড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশ সংবাদ সূত্রে খবর, বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাও এই অনুষ্ঠানে যোগ দেবেন।

Related News

Back to top button