রাজ্য

ফের হাসপাতালে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেব গুহ, রয়েছে শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা

আবারও হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ।শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যায় ভুগছেন তিনি।

 

Bengal Live ডেস্কঃ  হাসপাতালে ভর্তি হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ।মাস তিনেক আগেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। ফের রবিবার সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুত্রনালিতেও সংক্রমণ রয়েছে তাঁর।ইতিমধ্যেই চিকিৎসকরা তাঁর করোনা পরীক্ষা করিয়েছেন। রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন তাঁরা। তাঁকে আপাতত রাখা হয়েছে আইসিইউতে, পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য গঠিত হয়েছে চারজন চিকিৎসকের একটি দল।

প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ। সেই সময় শহরের একটি হোটেলে নিভৃতবাসে থাকার পর শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। এরপর টানা ৩৩ দিন লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে মে মাসে বাড়ি ফিরেছিলেন এই প্রবীণ সাহিত্যিক।

ফের ঘূর্ণাবর্ত, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

এবছর করোনার প্রকোপে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে হারিয়েছি আমরা। অতিজনপ্রিয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর এবারেও সুস্থ হয়ে বাড়ি আসার কামনা করছেন তাঁর অগণিত পাঠককুল। এই পরিস্থিতিতে এই প্রবীণ সাহিত্যিকের হাসপাতালে ভর্তি হওয়ায় শঙ্কিত বাংলার সাহিত্য মহল।

Related News

Back to top button