রায়গঞ্জ

বিরসা মুণ্ডার মূর্তি ভাঙার প্রতিবাদে ধিক্কার মিছিল ইটাহারে

Bengal Live ইটাহারঃ বিদ্যাসাগরের পর এবার বীর শহীদ বিরসা মুণ্ডার মূর্তি ভাঙার প্রতিবাদ। সম্প্রতি ঝাড়খণ্ডে বিরসা মুণ্ডার মূর্তি ভাঙার প্রতিবাদে সোমবার বিকেলে ইটাহারে ধিক্কার মিছিল করলেন আদিবাসীরা। মূর্তি ভাঙার ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে ফাঁসিতে ঝোলানোরও দাবি উঠেছে এদিনের ধিক্কার মিছিল থেকে।

জাতীয় সড়কের ধারে সরাইদিঘী মোড় থেকে মিছিল শুরু হয়। ইটাহারের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে হাঁটা তিন শতাধিক আদিবাসী নারী-পুরুষ জমায়েত হন চৌরাস্তা মোড়ে পথের সাথীর সামনে।

এদিন বিরসা সেবাইত সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে এই ধিক্কার সভা ও মিছিলের কর্মসূচী নেওয়া হয়েছিল। দিন কয়েক আগে ঝাড়খণ্ডের রাঁচিতে বীর শহীদ বিরসা মুণ্ডার একটি মূর্তি ভেঙ্গে দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন আদিবাসীরা। সেখানে একটি পথসভাও করা হয়। পথসভায় ভাষণ দেন বিরসা সেবাইত সমিতির রাজ্য কমিটির সদস্য কার্তিক পাহান, উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি শুক্রা পাহান, সহ-সভাপতি শ্যাম পাহান, নেপোলিয়ন হেমব্রম প্রমুখ।

Related News

Back to top button