রায়গঞ্জ

স্পীড পোস্ট করার ১৯ বছর পর পৌঁছল চিঠি,হতবাক রায়গঞ্জের নাগরিক

স্পীড পোস্ট করার ১৯ বছর পর পৌঁছল চিঠি,হতবাক রায়গঞ্জের নাগরিক

Bengal Live রায়গঞ্জঃ ২০০০ সালে গুরুত্বপূর্ণ নথি স্পীড পোস্ট করেছিলেন রায়গঞ্জের বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী তুহিন চন্দ। সেই নথি পৌঁছলো ১৯ বছর পর৷ অন্তত এমনটাই জানাচ্ছেন তুহিন বাবু৷ তিনি জানিয়েছেন, ১৯ বছর পর গতকাল বুধবার চিঠি ডেলিভারি হওয়ার মেসেজ পেয়েছেন তিনি।

কিন্তু কী নথি পোস্ট করেছিলেন সেই কথা পুরোপুরি ভুলেই গিয়েছেন তিনি।

বিষয়টি আশ্চর্যজনক হলেও এই ঘটনার স্বাক্ষী হয়েছেন সাহিত্যিক তথা প্রাক্তন ব্যঙ্ক কর্মী তুহিন চন্দ।

যদিও রায়গঞ্জের সুদর্শনপুর এলাকার বাসিন্দা তুহিন চন্দ বিষয়টি নিয়ে কোনও অভিযোগ জানান নি৷ রায়গঞ্জ মুখ্য ডাকঘর কর্তৃপক্ষের পক্ষ থেকেও এই বিষয়ে কেউ মুখ খুলতে চান নি৷ তবে এই ঘটনা শহরবাসীর কানে পৌঁছতেই হতবাক সকলে।

Related News

Back to top button