মঙ্গলবারও বাতিল রাধিকাপুর-কলকাতা আপ ও ডাউন ট্রেন

মঙ্গলবারও বাতিল আপ ও ডাউন রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস। বিপাকে যাত্রীরা৷
Bengal Live রায়গঞ্জঃ ক্রমাগত রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার কারণে মঙ্গলবার দিনও বাতিল করে দেওয়া হলো রাধিকাপুর-কলকাতা আপ ও ডাউন ট্রেন। একটানা বেশ কয়দিন থেকে ট্রেন বাতিল হয়ে যাওয়ার কারণে চরম সমস্যার মুখে সাধারণ নাগরিকরা৷ এদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়েও টালমাটাল পরিস্থিতি৷ একাধিক জায়গায় জাতীয় সড়ক অবরোধ থাকায় বাসে করে কলকাতা পৌঁছতেও বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের।
এদিকে ট্রেন বাতিল হয়ে যাওয়ার কারণে চরম সমস্যার মুখে রোগীরা৷ ট্রেন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারছেন না অনেকে।
পেশায় শিক্ষক সুরজিৎ দত্ত জানান, হৃদরোগে আক্রান্ত তাঁর মা-কে গত ১৬ ডিসেম্বর কলকাতায় চিকিৎসক দেখানোর কথা ছিল। কিন্তু রোজদিনই ট্রেন বাতিল হয়ে যাওয়ার কারণে সঠিক সময়ে চিকিৎসা করাতে পারছেন না তিনি৷ ফলে দুশ্চিন্তা বাড়ছে রোজ৷ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছেন তিনি।
NRC ও CAB -এর বিরোধীতায় বিগত কয়েকদিন থেকেই উত্তাল রাজ্য। ট্রেনে,বাসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের একাধিক জায়গায়৷ উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া সহ একাধিক জায়গায় উত্তেজনা তৈরি হয়েছ এই নিয়ে। এরফলে দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। কবে পরিস্থিতি স্বাভাবিক হয় এখন সেই দিকেই নজর সকলের।