পোর্টজিন
বিষাদ মানেই প্রেম – জিসানুল হক

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আকাশের বুকে একা গাঙচিল
পুষে রাখে জমানো বিষাদ,
আমি মিচে হাসি মুখে
বিষাদের দুয়ারে প্রেম লিখে রাখি।
প্রেম মানেই বিষাদের ছাপ
ছায়া-কায়ার আলাপন,
শূন্যে গাঙচিল তবে কি –
প্রেমের গান গেয়েই
করে চলে নীল অম্বরের মিলন।
বিষাদ নাকি প্রেম
কিসে পাখি পোষ মানে
আসলে তো দুইই এক
প্রেমই বিষাদের অর্থ জানে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।