পোর্টজিন
“স্বাধীনতার মানে” লিখেছেন মহঃ মোতাহারুল হক

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
ধরার মাঝে শ্রেষ্ঠ জীব মানব জীবন,
আর এই জীবন কখনো স্বাধীন হতে পারে কী?
পারে কী স্বাধীনতার পেখম মেলে ইচ্ছে মতো বিচরণ করতে?
স্বাধীনতা মানে… তার সংজ্ঞা কিছু একটা হবে।
সংজ্ঞা টা বুঝে উঠা দুর্লভ আমার পক্ষে।
তবে কেউ-কেউ সহজে বলে-
ভারত স্বাধীনতা পেয়েছে, ১৫ অগাস্ট,
পতাকা উত্তোলন করে সেই দিন
মুখে খুশির হাওয়া বয়,
তারপর আনুষ্ঠান শেষ হতে
পেঁচানো জিলাপি মুখে
চপচপ শব্দে বাজনা বাজে।
তারপর? তারপর গুরুজনদের সম্মুখে ধুমপান করে।
মদ্যপান করে বাবাকে বোতল ধরায়।
বাবার শরীর খারাপ,
ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সমর্থ্য থেকে ও নেই।
নো-টেনশন! বৌ-বাচ্চা জামা-কাপড় চাইলে বেধক মার দেয়
বাচ্চা ছেলেটা কে দোকানে দিয়েছে চায়ের কাপ ধুয়ে পরিষ্কার করবে বলে।
ক – লিখতে না জানলেও স্বাধীনতা ভালো বুঝে এই তার জোরালো ইঙ্গিত। ইঙ্গিত আরো আছে।
নিজের স্বাধীনতা খুঁজতে বিবেক হারা
অন্যের স্বাধীনতা হরন করে যারা।
দুধের মধ্যে কালি ঢালা,
এটাই কী স্বাধীনতার মানে?
যে টা কোন দিনো স্বাধীনতার অর্থ হতে পারে না।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।