কুমোরটুলিই আস্তানা কিশোর ঊজ্জ্বলের

Nblive ওয়েব ডেস্ক : বাউলের তালে তালে মাটির তাল তৈরি করছিল বছর ষোলর ঊজ্জ্বল প্রধান। রায়গঞ্জের কুমোরটুলি পাড়ার কারখানাই এখন আস্তানা ভিটি ভাতঘরা গ্রামের এই কিশোরের। বাবা দিনমজুর। টানাটানির সংসারে কঠিন বাস্তবকে খুব কাছ থেকে দেখতে দেখতে ঊজ্জ্বল একটা কথা বুঝে গেছে – পড়াশোনা করে কোনও লাভ নেই। চাকরি তো মিলবে না। তাই পড়া ছেড়ে হাতের কাজ শিখতে শুরু করেছে সে। কারিগরি বিদ্যা জানা থাকলে জীবনটা অন্তত পেটেভাতে যে কাটিয়ে দেওয়া যাবে সেকথা মাথায় রেখেই ঊজ্জ্বলের কিশোরবেলা কাটছে মাটির প্রতিমা বানিয়ে।
শুরুটা হয়েছিল ১২ বছর বয়সেই। ইতিমধ্যেই কাজ অনেকটা শিখেও ফেলেছে সে। এখন সে নিজেই সম্পূর্ণ দুর্গা প্রতিমা তৈরি করতে পারে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানায় ঊজ্জ্বল। কিন্তু তার সব বন্ধুরা যখন স্কুলে যায় হৈ হৈ করে, তখন সেই দৃশ্য দেখে তার খারাপ লাগে না? কী মনে হয় তখন? প্রশ্ন শুনেই কাজ থামিয়ে দেয় ঊজ্জ্বল। একদৃষ্টে তাকিয়ে থাকে। চোখে বিস্ময়। মুখে নির্লিপ্ত হাসি। কে জানে, হয়তো চোখের সামনে তখন ভেসে যাচ্ছে শরতের কাশবন… ছুটন্ত রেলগাড়ি… আর অপু-দুর্গার স্বপ্নিল শৈশব…!