Archiveবেঙ্গল লাইভ Special

নাকারা বাদক পাহাড়া দিচ্ছেন জুতো, সুরে ছন্দ পতন মদন মোহনের নহবতে

Nblive কোচবিহারঃ তাল কাটছে নহবতের সুরের। রাজ আমলের প্রথা মেনে মদন মোহন ঠাকুর বাড়িতে বাজে নহবতের সুর। তবে নাকারা শিল্পীর আচমকা রদবদলে নহবতের সুর বাজে না আগের মতো। নাকারা শিল্পী এখন মন্দিরের ভক্তদের জুতো পাহাড়ায়।

কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ১৮৯০ সাল নাগাদ শহরের মাঝে গড়েছিলেন মদন মোহন মন্দির। মন্দিরের সামনেই গড়ে তোলা হয় নহবত খানা । নহবতের সুরে ঘুম ভাঙে রাজাদের কুল দেবতা মদন মোহন ঠাকুরের । আবার সন্ধ্যাতেও নিদ্রা যাওয়ার সময় নহবত বাজানোর প্রথা আছে। রাজাদের রাজ্যশাসন নেই বটে, তবে রয়ে গেছে পৌরাণিক রীতি। আজও সকাল সন্ধ্যা বাজে নহবত। কোচবিহারের মহারাজারা বেনারস থেকে শিল্পী নিয়ে এসেছিলেন মন্দিরে। বিন্দুবংশী পরিবার সেই থেকেই সুর তোলেন নহবতে। সুর নাকারা করতাল সানাই একত্রে এক সুরে বেজে ওঠে। প্রতিদিন ভোর ৪ টা থেকে ৫ টা, সকাল ৮ থেকে ৯ টা আবার সন্ধ্যারতির সময় ৬ টা থেকে ৭ টা পর্যন্ত বাজে এই নহবত। কয়েক বছর আগে করতাল ও সানাই বাদক চাকরি ছেড়ে দেন। শেষ পর্যন্ত নহবত বাজাতেন দুই ভাই অজয় বিন্দুবংশী ও প্রদীপ বিন্দুবংশী। তবে মাস তিনেক আগে আচমকাই নাকারা বাদক অজয়কে মন্দিরের জুতো পাহাড়ার দায়িত্ব দেওয়া হয়। রদবদলের জেরে আপাতত একাই সুর বাজাচ্ছেন আরেক ভাই প্রদীপ। ফলে তাল কাটছে নহবতের।

Back to top button