চা বাগান দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ ইসলামপুরে
চা বাগানের দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি ইসলামপুরের আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েত এলাকার দিঘিপাড়া চা বাগান। ঘটনাস্থল থেকে উদ্ধার পিস্তল, কার্তুজ, বোমা ও ধারালো অস্ত্র।
Bengal Live ইসলামপুরঃ চা বাগানের দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি ইসলামপুরের আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েত এলাকার দিঘিপাড়া চা বাগান। দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন ছড়রা গুলির আঘাতে জখম হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি করতে গিয়ে ঘটনাস্থলের আশপাশ থেকে পিস্তল, কার্তুজ, বোমা, ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ৷ একটি ল্যাপটপও উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, দিঘিপাড়া চা বাগানে এদিন সকালে এক গোষ্ঠীর লোকেরা কাজ করতে গেলে অন্য একটি গোষ্ঠীর লোকেরা বাধা দেয়৷ হামলা চালানোর অভিযোগ ওঠে। সংঘর্ষে গুলি চলে বলে সূত্রের খবর। ছড়রা গুলিতে জখম একজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ।