পোর্টজিন
বিদায় বেলায় – নিরঞ্জন পাল

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আমি যাবো গো মা চলে, এই ভুবন ছেড়ে
সীমাহীন শূন্যে পাড়ি দেবো, নিজের মতো করে|
আলোকে পিছনে ফেলে, যাব অন্ধকারে,
নিজের মতো গড়বো জীবন, অজানা দূর ঘরে|
আসবো না আমি কখনও, যাব এক্কে বারে
শূন্যের দিকে চেয়ে আমি, রইবো নিজের ঘরে|
হতাশ হব মাগো আমি, তোমাদেরকে ছেড়ে,
একা হয়ে রইবো আমি, নিজে বর্জিত পড়ে|
কাঁদবে তুমি খুবই কাঁদবে, ফিরবো না যে আমি
অশ্রু ধারায় ভিজবে তোমার, দুই নয়নের আঁখি|
কষ্ট হবে আমারও মা, ফিরবো না আর বলে,
বুকে ব্যাথা চাপা দিয়ে চলে যেতেই হবে|
কষ্ট পেয়োনা মাগো আমার, ভালো থেকো তুমি,
এই ভুবন চিরকালের নয়, যেতে হবে সবারই|
জন্ম মৃত্যু আছে প্রাণের, এই নিয়েই জীবন গড়া,
দিনের শেষে সব ছেড়ে, যেতে হবে একা একা|
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।