পোর্টজিন
খেলা – বদ্রীনাথ পাল

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

চারদিকেতেই শুনছি এখন “খেলা হবে”-
কে দেখেছো এমন খেলা, কখন কবে ?
কিসের খেলা, কেমন খেলা, ভাবছি সেটা-
যাকে শুধাই,কেউ জানে না-বলবে কে টা !
তবু শুনি ভাসছে হাওয়ায় “খেলা হবে”-
দেখছি সেটাই,বলছে সবাই কলরবে।
কখন হবে, কেমন হবে, খেলবে কারা-
ভাবতে গিয়েই পাই না খুঁজে কুলকিনারা।
মন বলছে চাইনা এমন চরম খেলা-
যে খেলাতে জীবনবাজী, মারণ মেলা।
আসবে রাজা, যাবে রাজা, নিয়ম মেনে-
কি হবে ভাই এমন খেলার নিয়ম জেনে !!
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।