পোর্টজিন
নতুন বছর – সৌরভ তালুকদার

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
বছর পালটেছে নিয়ম মেনে,
দেওয়াল পরেছে সাদা মখমলে মোলায়েম কাগজের আদর;
যার মাঝে কোনো দাগ নেই,
কোনো শোক নেই,
প্রিয় মানুষের মৃত্যুর সংবাদ নেই,
গরিবত্ত্বের গল্প নেই,
অনিচ্ছার চিৎকার নেই,
সে নিরীহ, শিশুর মত পবিত্র।
সময় যাবে দিন কাটবে
ক্যালেন্ডার রক্তাক্ত হবে;
প্রতিটি তারিখ থেকে চুইয়ে পরবে
কালো মরা রক্ত!
ফ্যান খেয়ে বেঁচে থাকা মানুষের আত্ননাম,
মেয়ে হয়ে জন্মাতে না পারা শিশুর গোঙ্গানি,
শরীর বেঁচে সন্তানের মুখে হাসি ফোটানো মায়ের
কবর দেওয়া দুঃখ,
কিছু কিছু নীরব মিছিলের পদধ্বনি,
আবার বছর পরে নিয়ম মেনে
ক্যালেন্ডার পালটে যাবে,
মিছিল থামবে না….!
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।