পোর্টজিন
চিঠি – গৌতমী ব্যানার্জী

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
শ্রীকান্ত, আজ তোমায় চিঠি না লিখে পারলাম না।
বৈশাখ মাসের তপ্ত দুপুরে অহংকার করা ঘর্মাক্ত দেহ
সাবলীল ভাবেই, মেতে উঠেছিল আমাদের ভালোবাসার সম্পর্ক
একদিন কালবৈশাখীর বিকেলে তোমার চোখে জল এল-
যে জলে ধুয়ে গেল আমার নিষ্পাপ মুহূর্ত গুলো।
এখন রেলিংয়ের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে দেখি মিছিল
দিনগুলো পার হয় অন্ধকারে।
ভাতের থালার মধ্যে সারি সারি পঙ্গপাল নামে ভোর রাতে।
শ্রীকান্ত, জলছবির আঁকেবাঁকে আজ রক্তের স্রোত বয়ে যায়
আমি চেয়ে থাকি কংক্রিটের দেওয়াল ভাঙা ক্যাম্পাসের দিকে,
একদিন তুমি আসবে, এই আশাতেই মহামারির মধ্যেও
রোজ স্বপ্ন দেখি নতুন ভোরের আর-
চিঠি গুলি জমিয়ে রাখি বালিশের নীচে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।