পোর্টজিন
ক্রান্তিকালের ধারাভাষ্য – রানী সেন

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
অতিমারির কোপে স্বজন হারানোর একাকীত্ব সয়ে গেছে এখন
নিঃসঙ্গতা এখন আর গ্ৰাস করেনা তেমন ভাবে
হয়তো তার সাথে বন্ধুত্ব হয়ে গেছে আমার,
দুচোখের অশ্রুবারিও শুকিয়ে পাথর হয়ে গেছে বুঝিবা-
পাথরের বুক চিরে জল পড়ে কি কখনও!
এক মুখ হাসি সাজিয়ে প্রাতঃভ্রমণ করি অচেনা বন্ধুর সাথে।
রাতের নিরিবিলিতে মনের বিষাদ গুলো
একত্রিত হয়ে কেড়ে নেয় ঘুম।
কখনও বা ঘুম চোখে দুঃস্বপ্ন গুলো এগিয়ে এসে টুটি টিপে ধরে।
জীবনের শেষ কটা দিন নিশুতি রাতে
একা একা খোলা জানালায় দাঁড়িয়ে
হিমশীতল চোখে খুঁজে ফিরি হারিয়ে যাওয়া অমূল্য স্মৃতি।
এ যেন এক ক্রান্তিকালের ধারাভাষ্য।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।