পোর্টজিন
নববর্ষের আহ্বান – সঞ্চয় কুমার পাল

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আমরা যুব আমরা যুবা আমরা নবীন প্রাণ
নববর্ষের পুণ্য দিনে জানাই তোমায় সম্মান ।
এসো এসো তুমি রুদ্র পোড়াতে জঞ্জাল
উঠুক ঝলসে পুব দিগন্ত হোক ,সে লালে লাল ।
রুদ্র তাপস এসো বৈশাখ উড়ুক অগ্নি কেশ
যৌব দেহে দাও জড়িয়ে তোমার ও তপ্ত বেশ ।
জীর্ণ জরা পুড়িয়ে সব আয় না রে মুক্ত মন
কোমল কঠোর কৃশানু সে পোড়াক মনের বন ।
কালবৈশাখী ভষ্ম উড়াও নব বর্ষে এসো
সত্য যাহা গহীন মনে তাকে ভালোবেসো ।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।