পোর্টজিন
শুনলি তোরা – সঞ্চয় কুমার পাল

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
কৈ রে তোরা আগুন জ্বালা
ফাগুন চলেই গেল ।
মনেও জ্বালা দেহেও জ্বালা
ঝরা পাতার বুকেও জ্বালা
চৈত্র চলে এলো ।
আর কবে সব জাগবি তোরা
রং মাতানো হৃদয়চোরা
রক্ত ঝরা রক্ত ঝরা
ফাগুন বলে গেল ।
শুনলি তোরা গুনলি তোরা
কোন সে দিনে কোন সে বেলা
ভাঙ্গার খেলা গড়ার খেলা
করবি শুরু ?
আর পারি না রাগ ছাড়ি না
রাগে রাগে মন কাড়ি না
বলতে পারিস কেউ ?
তবু কেন শূণ্য এত মনের কোণ ?
বিশাল বুকে কোথাও মরু কোথাও বন ।
কোথায় যাব কাকে পাব তোদের ছাড়া
হাসি মুখে আগুন চোখে ফিরেই দাঁড়া ।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।