পোর্টজিন
অহং ৩ – শান্তনু মিশ্র

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
ঘোরের ভেতর মুলতুবি থাক প্রাকৃত বিষাদ
জানি না কথা কতটুকু না রাখলে
মনে হয় কথা রাখা হল না
বাংলা কবিতার মতো
ত্রিসন্ধ্যার মায়া নিভছে
মাঝরাতে ঘুম ভেঙে গেলে
জানলার পাশে বন্ধুহীন অন্যমনস্ক
জড়িয়ে যাচ্ছি নেশাতুর ঝিমধরা আলোয়
প্রজাপতির ফিকে রঙে
শিষ্টাচার ভেঙে জন্ম নেয় নিষিদ্ধ সময়
পরিযায়ী সমস্ত বাঁকে
এভারগ্রিন নস্টালজিয়া থাকে
অবাধ্য কবিতার বিষম অসুখ আজ
ও জিসাস! চলো ধৈর্য ধরি
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।