পোর্টজিন
চিরঞ্জীব হালদার-এর লেখা “অখন্ড”

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আমি মেধাকে অনুরাধা আন্টির বলে ডাকতেই পারি।
বুঝবো কি ভাবে আপনার বর্ণময় হলুদ ডোরা ত্বক
ফাঙ্গাস অধিকৃত হয়ে উঠবে।
অনুরাধা প্রেমিকা হলে বঙ্গলক্ষী জুটমিলের
রক্তাল্প সাইরেন কে হরিপ্রসাদের ধুন মনে হলে
আপনার উচ্চবিত্ত দিন করোনাগ্ৰস্থ হতেই পারে।
আমাদের আখচার দৌড় গুচ্ছ হরিণ স্বীকৃত।
মেধায় জমে থাকা অপরিশোধিত প্রোটিন
অখন্ড মন্ডলাকার গহৃত রাধাচরিত।
প্রতিটি জন্মের পর কামারশালের হাপরের পাশে
দেখতে পাই বোর্তোলুচি তার আপ্তসহায়কের ভ্যনিটি ব্যাগে রেড আয়রনের কার্যকারিতা ভরে দিচ্ছেন।
আপনি পারবেন আলু কিনতে গিয়ে
উমাচরণ কর্মকারের প্ররোচনাময় সত্যকে
প্রেমিকা পটানোর গল্প শোনাতে।
আজ ভরা কোটাল।
মৃত সাংবাদিকদের আনডাউনটেড ফাইল
আড়াই চালে কিস্তিমাত করতে চক্রবুহের জোগানদার।
তুমি কী আমাকে ডেকে নেবে অনুরাধা।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।