পোর্টজিন
চরিত্র- মহ. মোতাহারুল হক

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
তোমার দিকে দৃষ্টিপাত করলে প্রায় দেখি দন্ত মেলে হাসা-হাসি করো।
বিবেকের অভাব বোধ হয়! নইলে জ্ঞান খুইয়ে দিয়েছো।
যেখানে হাসলে শোভা পায় কে বারণ করে তোমাকে?
কিন্তু কেউ যন্ত্রনায় কাতর হয়ে ছটপট করে, সেখানেই তোমার হাসি মুখ।
কি আশ্চর্য ক্রিয়া কলাপ?
তুমি মানুষ হতে পারো না।
‘ঘুটে পুড়লে গোবর হাসে’ অন্তত পক্ষে এমন চরিত্র ত্যাগ করতে পারো।
যা সাবার ক্ষেত্রে মঙ্গল।
বিপদের সময় পাশে দাড়াবার মতো সমর্থ না থাকলে কারো ক্ষতি করো না। তাও এক ভালো।
অযথা কারো বদনাম করো না।
কারো বদনাম করার অধিকার কে তোমাকে দিয়েছে?
তোমার এহেন বদনাম করাটা ঠিক যেন চালুনে জল ঢালার মত।
তুমি জাননা পাপ কখনো বাপ কে চেনে না।
তোমার পাপের ফল তোমাকেই ভোগ করতে হবে।
নিজের দিকে ফিরে তাকালে খুব ভালো হয়।
ভেবে দেখো..
কি ছিলে?
কি আছো?
কি হবে?
ভেবে দেখো ভালো কাজের সাথে আছো না মন্দ কাজের সাথে।
ভেবে দেখো কোন পথে থাকা ভালো।
ভালো এবং মন্দ দুই এর তফাৎ করতে পারলে অসাধারণ মানব চরিত্র বিকশিত হবে তখন।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।