পোর্টজিন
একা – অম্বিকা সর্দার

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
সারাটা দিন অনেক ব্যস্ততা,
অনেক মানুষের ভিড়,
অনেক দায়িত্ব,কর্তব্য।
বাড়ি ফিরে আর কিছুই ভালো লাগে না।
ক্লান্তি ভরা দুটি চোখ নিদ্রায় আচ্ছন্ন
এবার একটু বিশ্রাম চাই।
কিন্তু তবুও চোখ রাখতে হয় কর্মক্ষেত্রের পাতায়।
দেখে নিতে হয় কোথায় কোন কর্মের বিজ্ঞপ্তি আছে।
হিসেব করে নিতে হয় এ মাসে ঠিক কত টাকা খরচ হবে ফর্ম ভরতে।
একটা চাকরির খুব দরকার —-
ছেলেবেলায় মাথার ওপরের ছাদটা হারিয়েছি যে,
বাবা চলে গেছেন অনেক আগেই,
মাথার ওপর মা ও বোনের দায়িত্ব,
এ সব চিন্তাভাবনা করতে করতে কখন চোখ দুটি বুজে আসে তা টের ও পাই না।
হঠাৎ ঘুম ভেঙে যায়,
কী করব এবার?
অনেক চেষ্টা করতে থাকি ঘুমানোর
না ঘুমালে কাল আর কোনো কাজ করতে ভালো লাগবে না।
কিন্তু কাজ তো আমাকে করতেই হবে
নয়তো চলবে কেমন করে।
ঘুম কি অত সহজ ব্যাপার?
মনে শান্তি না থাকলে ঘুম কি আসে?
তখনি মনে পড়ে আমি একা!
খুব একা!
তখন খুব ইচ্ছে করে
কাছের কাউকে মনের সব কথা নিঃদ্ধিধায় বলতে।
কিন্তু আমার কাছের বলতে তো কেউ নেই,
নেই তো মনের খোঁজ রাখার মতো কোনো মনের মানুষ।
আমি একা!খুব একা!
দুচোখ দিয়ে গড়িয়ে আসে জল।
সত্যিই কি মনের মধ্যে বাস করে না কেউ?
গভীর রাতে যখন এই প্রশ্নের মুখোমুখি হই
তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে—-
না,না,না করে না,
করে না কেউ মনের মধ্যে বাস,
আসে না কেউ মনে।
কিন্তু এই কথাটা মানতে এত কষ্ট হয় কেন?
কেন মানতে পারি না তার জীবনে আমার কোনো অস্তিত্ব নেই।
আর তখনি রাগে, যন্ত্রণায় তীক্ষ্ণ
প্রশ্নের বাণ ছুঁড়ে দিই নিজের দিকে,
আমার অপরাধটা কি ছিল?
আমি কি সত্যিই ভালোবাসার মতো একটা মানুষ নয়?
আমাকে কি একটুও ভালোবাসা যায় না?
বুঝলাম অভিমান হয়েছে আমার,
কিন্তু সেটা তুমি বুঝলে কই।
রাতে চোখের জলে আমার
বালিশ ভিজে গেলেও
তোমার রাত্রিটা নিশ্চয়ই ভালোই কাটছে।
আমাকে ছাড়া যদি তুমি ভালো থাকো,সুখে থাকো
তাহলে সেটাই শ্রেয়।
আমি না হয় রয়ে গেলাম একা!খুব একা!
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।