পোর্টজিন

আভা সরকার মন্ডল-এর লেখা “ব্ল্যাক ফাঙ্গাস”

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

bengal live portzine ava sarkar mandal

 

 

পুরনো সেই ক্ষতগুলো মোছেনি একটুও
দুর্দশার সেই কালো আঁধার খুঁড়ছে আবার কূয়ো ।
নামটি পাল্টে বিপদগুলো আসছে বারে বারে
গতবছর ‘আমফান’ এবার ‘ইয়াস’ কড়া নাড়ে ।।

ব্ল্যাক ফাঙ্গাস গোদের ওপর বিষের‌ ফোঁড়া হলো
তারই কাছে করোনা রোগ এক্কেবারে জোলো ।
হেরে গেছে যাদের কাছে করোনা সাংঘাতিক
তাদের গায়ে ঘর বানানোই ফাঙ্গাসটির বাতিক ।।

ডায়াবেটিক রোগী থাকবে সবসময়ই সাবধান
চিকিৎসাতে গাফিলতি কাড়তে পারে তার প্রাণ ।
মুখে,গালে ব্যথা হলে কিংবা শ্বাসের কষ্ট
বাড়বে বিপদ অকারণে করলে সময় নষ্ট।।

দীর্ঘদিনের রোগাক্রান্ত-ই, ছত্রাকের পছন্দ
এদের ছোঁয়ায় বেঁচে যাওয়া রোগী হচ্ছেন অন্ধ ।
অনায়াসে করে মৃত্যুর, পরোয়ানা জারি
ছত্রাকের এই বিরল রোগটি আনলো অতিমারী ।

‘দুর্বল শরীর’ এই ছত্রাকের আঁতুড়ঘর তা জেনে
স্টেরয়ডের ব্যবহারটাও চলবে নিয়ম মেনে ।
ঢেকে রাখলে নাকটি মানুষ তবেই ফাঙ্গাস জব্দ
নইলে হবে বিরল রোগে জনজীবন স্তব্ধ ।।

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Related News

Back to top button