শোকের পারদ – পম্পা তালুকদার

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
শোকের পারদ ঊর্ধগামী
তপ্ত ভীষণ তোমার গা,
সময়ের গতি মন্থর হয়েছে
ঘুরছে না আর তার চাকা।
দারিপাল্লায় মাপতে তুমি
তোমার ঠিক কতটা দর,
দরের নেশায় আসক্ত হয়ে
বিচ্ছেদেরই লাগলো জ্বর!
গা তোমার বড্ড গরম
ঠিক ফুটন্ত লাভার ন্যায়,
ভগ্ন হৃদয় বলছে হেসে
ভালোবাসাটাই আজ অন্যায়।
সম্পর্কটা আজ হয়েছে ফিকে
নিয়মমাফিক রাখি তবুও খোঁজ,
তুমি আমার প্রতিনিয়ত
ভাবনায় তাই আসো রোজ।
ভালোবাসার দরজাটাতো
করলে তুমিই সেদিন বন্ধ,
তবে কেন আজ শোকের সভায়
বলো তুমি আমার প্রেমেই অন্ধ?
তুমিই সেদিন ফিরিয়েছিলে
তাতে নেই কোনো আমার ক্ষোভ !
তবে আজ কেনো করছো এসব
মনগড়া মিথ্যে প্রেমের শোক।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।