পোর্টজিন
কফিন – পুনম বোস

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
এই মুহূর্তে কোনো শব্দ নাগালের বাইরে
এখন অশুভ বাতাস আদিগন্ত ধূলো ওড়ায়..
নির্ঘুম শব্দেরা দিগবিদিক অভিমানী নক্ষত্রে
ঘৃণার অহং ছুড়ে দেয় বীতংস জন্মের বিভাজন
অদৃশ্য সূর্যও ভোরে বার্তা পাঠায় ঐ অস্পৃশ্য যোনির,
সদর্পে ঢুকে পড়ে মহল্লায় মসজিদে দরগায়
ভয়ানক ভিসুভিয়াস খুবলে নেয় হৃদপিণ্ড অন্ত্র
বেঁচে থাকবার ক্ষুধা নত মাথায় সীমাহীন লাশের গাদায়!
এই মুহূর্তে কোনো শব্দের নাগাল পাওয়া ভার
ভেসে যাচ্ছে প্রতিবেশী আত্মীয় পরিজন বিভৎস থাবায়
উদ্বায়ু চোখের তারা,বেআবরু মুখমণ্ডল মিলনের গান গায় আতরের কফিনে……….
এক ঝাঁক নক্ষত্র এখনো জেগে ফেরারি বাতাসে ——-
এই মুহূর্তে কোনো শব্দ ধূলো ওড়ায় কফিনের ওপর।।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।