পোর্টজিন
ক্ষণস্থায়ী জীবন – মহ: মোতাহারুল হক

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
বহু রকমের স্বাদ দিয়ে গড়া,
মায়াবন্ধনে জীবনটা জড়া।
হারিয়ে যাওয়া ছলনায় ডুবে,
বিন্দু বিন্দু হিসেবের হুবে।
ক্ষুদ্র জীবনে অনুভুতি নিয়ে,
মৃত্যুর পথে সব ভুলে গিয়ে।
ক্রমাগত বয়ে চলা এই ধারা,
বহাল রাখেগো এ রীতির দ্বারা।
স্বপ্নের ঘর বাঁধা যেনো বৃথা,
জাদুর মতোই অলৌকিক কথা।
ভাঙ্গা-গড়া খেলা জীবনের প্রথা,
কখনও সুখ কখনও ব্যথা।
সাজানো গোছানো সুশিল্পকলা,
সবটাই হলো ক্ষনিকের মেলা।
চলা শুধু চলা সামনেই চলা,
একদিন মিটে যাবে সব বলা।
ছুটে যাবে আছে যত সব নেশা,
দেহ ত্যাগ করা আত্মার পেশা।
মাটির তলায় রেখে দেবে পুঁতে,
জনম থাকবে সেথায় যে শুতে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।