পোর্টজিন
মুখোশ – সমর আচার্য্য

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
ছোট্ট এক টুকরো কাপড়
আকার মাত্র ইঞ্চি ছয়েক
এমন মূল্য হবে তার
ভাবেনি সে জনম ভর l
কালো হোক সাদা হোক
হোক না সবুজ নীল
রঙের বাছবিচার নেই
দাম তার শুধু মুখেতেই l
এমন কত টুকরো কাপড়
পড়ে থাকতো দর্জির পদতলে
আজ সে নিচ্ছে চ্যালেঞ্জ
করোনা কে নাশ করবে সমূলে l
দুইপাশে দুই আংটা কানে দিয়ে
ছোট্ট কাপড়ের টুকরো
মাস্ক নামে এলো বেড়িয়ে
ঘর থেকে বাহিরে l
মাস্ক আর মুখোশের
তফাৎ নেই কভু
একজন ইংলিশের
অপরে বাঙালি বাবু l
যাই হোক তাই হোক
মুখোশ পরো সবে
যদি বাঁচার ইচ্ছে থাকে
এই সুন্দর ভবে l
মুখোশ ছাড়া করোনা
ছাড়বে না আনাগোনা
মুখোশকে ভেবে নাও
সোনার গহনা l
রূপের ভালো অংশ
যদি ও যাবে ঢাকা
জীবনটা হবে না ধংস
বাড়বে বেঁচে থাকা l
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।