পোর্টজিন

মুক্তি – রাখী সাহা সরকার

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

bengal live portzine bangla kobita

 

আকাশ জুড়ে উড়ছে কত, হাজার রকম ঘুড়ি
কারটা কখন পড়বে কাটা, চলে হুড়োহুড়ি।
মাঞ্জাতে কার শক্তি কেমন, টিকে থাকতে গেলে
হাজার রকম প্রশ্ন ওঠে, কোনটা যাবে চলে।
উঠল আওয়াজ ভোঁ কাট্টা, চারিদিকটা ঘিরে
কেটে গেল একটি ঘুড়ি, সুতোর বাঁধন ছিড়ে।
মনটা খারাপ লাটাই হাতে, দাঁড়িয়ে ম্রিয়মান
মাঞ্জাটা কি ছিল দূর্বল, পারেনি রাখতে মান?
ঘুড়ি ভাবে এতদিনে পেলাম, লাটাই থেকে মুক্তি
মিলিয়ে যাবো নীল আকাশে, রাখো মাঞ্জার যুক্তি।
মাঞ্জাটা তো কেবল তোমরা, দাও নিজের স্বার্থে
ঘুড়িও তো চায়, নিজেরে ভাসাতে, ব্রহ্ম পরমার্থে।

 

কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।

Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button