পোর্টজিন
দোল এসেছে – আভা সরকার মন্ডল

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
ডাকলো পাখি সাত সকালে–
দোল এসেছে, বলল আমায়
শুনেই উদাস মনের ভেতর
সব কথারা জটলা থামায় ।।
ফিসফিসিয়ে বলে পাখি—
রঙ লেগেছে বনে বনে
চুঁইয়ে পড়া জ্যোৎস্না গেছে
মন-যমুনা আবাহনে ।।
ফুলেরা সব জোট বেঁধেছে
রামধনু রং ধরবে মুঠায়
আস্কারাতে রংগুলো তাই
আবির হয়ে মনেই লুটায় ।।
প্রজাপতি ফাগ মেখেছে
বিভোর হয়ে পাখায় পাখায়
যাবার আগে বসন্ত তাই
বিহ্বল চোখে ফিরে তাকায় ।।
ডাকলো পাখি সাত সকালে
দোল এসেছে, বলল আমায়
শুনেই আকাশ বুকের মাঝে
সাত রঙা এক বৃষ্টি নামায় ।।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।