পোর্টজিন
চিঠি – জিসানুল হক

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আমি রোজ একটা চিঠি লিখি
বেনামি চিঠি;
ঠিকানা নেই, নাম জানা নেই;
অথচ কি আগ্রহ নিয়েই লিখি।
এত আগ্রহে লেখা চিঠি কি সে পাবে
আকাশের খোলা ঠিকানার চিঠি;
বেলি ফুলের গন্ধে-
আবেগী চিঠি।
ডাকপিয়ন খুঁজে পাবেনা ঠিকানা,
পোষ্ট বক্সে আসবে আবার ফেরত;
যদিও সে কখনো পায়?
আমার প্রতিদিন আগ্রহের চিঠি
প্রিয়তি পড়ে বুঝি কাঁদবে?
চিঠির প্রতিটি লাইনে থাকে তুমি নামক-
আমার অপূর্ণ চাওয়া;
চিঠির উত্তর চাইনা-
শুধু চিঠিটি তুমি পাবে
এটকুই প্রত্যাশা।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।