পোর্টজিন
পিছুটানের গান – চন্দ্রিমা কর

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
চলে যাওয়ার পরে,
ফেরারই পথ ধরে,
ফিরতে তোমায় যায় না তো আর দেখা।
তবু আজও ঘুমের ঘোরে,
সেই ছেড়ে যাওয়ার মোড়ে
ব্যর্থ প্রেমিক দাঁড়িয়ে থাকে একা।
বিকেল রোদের ফুল
অল্প কিছু ভুল
তোমার নামে জমিয়ে ছিলাম খাম ।
আয়না আলো গান
অলস পিছুটান
তোমার কথার বড্ড বেশি দাম।
যতটুকু ভাঙাচোরা,
হাসিমুখে আগাগোড়া,
সে লুকিয়ে রাখে ঝর্না অনর্গল।
তবু তোমার নামেই ডুব,
যদি বৃষ্টি নামে খুব,
আর ভিজতে থাকে শান্ত মফঃস্বল।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।