পোর্টজিন
“বিশ্বকবি প্রাণের কবি” লিখেছেন লাবনী বসু
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
প্রাণের কবি প্রাণে থাকো
কাব্য মায়া বানভাসি।
জীবন কথা দেয় যে ধরা
বইয়ের পাতায় সুরের বাঁশি।
তোমার কাব্য মিশে আছে
জীবন খাতার প্রতি পাতায়।
তোমার সৃষ্টি দেয় যে ধরা
কোজাগরী পূর্ণিমায়।
তুমি আছো প্রেমের ভাষায়
তুমি আছো কল্পনায়।
তুমি আছো হৃদয় জুড়ে
স্বর্ণযুগের গৌরব অধ্যায়।
তোমার লেখনীর ফল্গুধারা
ভরায় প্রেমের সব ক্ষত ।
তোমায় ঘিরে বাঁচে জীবন
কাব্যধারা অবিরত।
তোমার সৃষ্টির বিশালতা
শোধ হবেনা তোমার ঋণ ।
বিশ্ববাসীর হৃদমাঝারে
থাকবে বেঁচে চিরদিন
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।