পোর্টজিন
নয়ন মালিক-এর লেখা “বেঁচে আছি কি আমি “

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
বাসস্ট্যান্ড এখন লোকারণ্য নেয়ে উঠেছে ঘেমে
যান্ত্রিক ইঞ্জিনের পাল্লায় মানুষ ,
ছুটছে-বাস-ট্যাস্কি-টাটাসুমর তালে ।
চলমান সময়ের ভিড়ে সবাই মিথ্যা সাপের বিন
কালো কালো কার্বন-মনোক্সাইড বমি করা
আমিও রংচটা ধোঁয়া গেলা ইঞ্জিন ।
ম্রিয়মান বিকেলে লোকারণ্য স্রোতের ভিড়ে
পারি জমায় আশা নিরাশার পানসি বেয়ে
স্বপ্ন গড়া , কোন এক পাহাড় পরে ।
হঠাৎ রতনের গলা ‘কি রে কেমন আছিস অনি ?’
মুখ থুপরে পরি পাহাড় ভেঙে
বেঁচেই আছি আমি ।
সহসা রতনের অগ্নি চোখ লাল মাটির ভুঁই
তার কঠিন চিবুকে ইস্পাতের কাঠিন্যতা
‘তুই জানিস অনি বেঁচে আছিস তুই’?
সহসা কে চাবুক মারল আমার বুকে,
হৃৎপিণ্ডটা ছিঁড়ে ছিহ্ন-ভিহ্ন
আবির রঙে রক্ত লেপে ।
এখন করাল বদনা নিশাত রজনী
মেদিনীর গর্ভে সবাই নিদ্রারত শয়নে
দুটি নিষ্প্রদীপ চোখে রাত জেগে আমি ।
আমার স্বপ্ন চিন্তা টুকরো টুকরো করে উঁই
রতনের কথা বার বার প্রতিধ্বনিত হয় কানে
‘তুই জানিস অনি বেঁচে আছিস তুই’ !
অন্ধকার আর্গল ঠেলে আলোর ঝর্নায় তারারাজি
জমাট বাঁধা অন্ধকার আমার পাংশু বিবর্ণ মুখে
ধন্দার কপট জালে আমি, সত্যি কি বেঁচে আছি !
রতনই ঠিক আমি মৃত জ্যান্ত এক লাশ ,
সন্তানের তাড়ায় বৃদ্ধ যখন পথের প’রে
মা বলে জড়িয়ে বুকে দাঁড়াইনি তার পাশ ।
বস্তির ঐ ক্ষুধার্ত জড়তা ক্লিষ্ট মা চোখ বুজে
সন্তানের ক্ষুধায় যখন দেয় দুধহীন মাই মুখে
যৌনতা অনুভব করেছি তবুও দেখাইনি পথ খুঁজে ।
হত দরিদ্র বঞ্চিতদের আপন করিনি
মানুষ রূপে জন্ম নিয়েও
বেঁচে আছি কি আমি !
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।