পোর্টজিন
এই একুশে – সঞ্চয় কুমার পাল

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
ভোট আসছে এই একুশে
আর তো কটা দিন
সাপুড়ে সব নানা রঙের
বাজায় বসে বীণ ।
নানা জাতের সাপেরা সব
ফোঁস ফণায় নাচে
ফণাহীন বিষধররা সব
চুপ চুমে বাঁচে ।
ঢোঁড়া হেলে হেলেদুলে
খুঁজে বেড়ায় ব্যাং
ঘাপটি মেরে বসে বসে
গেলে ধরে ঠ্যাং ।
বেজিগুলো নেশা ক’রে
মাতাল হয়ে নাচে
ঢোঁড়া হেলে মূর্খদের তো
প্রাণ তারা যাঁচে ।
আহা রে ভোট বাহা রে ভোট
সাপতন্ত্রতে ভাই
কোনো দেশে যে এমন ভোট
দেখতে তো না পাই ।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।