পোর্টজিন
“ভালো আছি” লিখেছেন পিঙ্কি ঘোষ

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
মন খারাপের জমাট বাঁধা মেঘে
আজ শিলা বৃষ্টি নেমেছে।
জন্ম লগ্নে মৃত্যুর সাথে সন্ধি করে
কিছুটা সময় ধার নিয়েছিলাম-
যার নাম জীবন।
সব প্রশ্নের উত্তর দিয়েছি
চোখে চোখ রেখে নির্দ্বিধায় ।
কেবল একটা প্রশ্নের কাছে
হার মেনেছি মিথ্যেকে আঁচলে বেঁঁধে,
বলেছি”ভালো আছি।”
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।