পোর্টজিন
ছিঃবুড়ি – প্রবীর কুমার সাহা

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
কত খেলা খেলবি তোরা, মানুষের দম বন্ধ
দৃশ্যপটটা বদলে দিয়ে, ভোটারকে করিস অন্ধ।
বাজিকরের খেলা দেখাতে, ম্যাজিসিয়ান আনলি
ভোটাররা যে এত সহজ, এতদিন পরে জানলি।
হাতে যে তোর জাদুকাঠি, সহজ মানুষের দেওয়া
ম্যাজিক দেখিয়ে যায় না তো, কাছে টেনে নেওয়া।
পেছন পর্দায় দেখছে ওরা, হাত সাফাইয়ের খেলা
সামনে যারা বসে আছে, তাদের ভাবিস ভোলা।
পেছনের লোক যেদিন তোর, সামনে এসে বসবে
সেদিন তোর ঝলমলে খাল্লা, গতর থেকে খসবে।
খেলা খেলছিস নিজেরা খেল, মানুষ কেন ভোগে
বিয়োগ ভাগটা বাদ দে নারে, সরল গুনের যোগে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।