পোর্টজিন
স্টিকার – প্রবীর কুমার সাহা

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
পরিচয়ে প্রয়োজন নেতার স্টিকার
না হলে আপনি ফালতু বেকার।
ডিগ্রি অর্জন যতই করো
নেতাদের আগে পেটটি ভরো।
খাবারেতে ভরেনা এমনি যে পেট
লাখো পেটিতেও হয়নাতো সেট।
পাবে কোথায় লাখো পেটি
স্টিকার বিহীন জীবন মাটি?
জীবন মানে এমন ভাবনা
এসব দিনতো আর চাই না।
চাঁদু মামাদের অত্যাচারে
সূর্য কি অার উঠবে নারে?
বাঁচবো কবে মানুষ রূপে
উষ্ণ ধোঁয়া চায়ের কাপে।
ঝড় উঠুক আজ দেশটা জুড়়ে
সূর্য উঠুক আঁধার ফুঁড়ে।
জীবনটা হোক স্টিকার বিহীন
যোগ্য জনের সম্মানটা দিন।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।